in ,

ভূগোলের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Geography in Bengali set-3

ভূগোলের সাধারণ জ্ঞান ( Geography in Bengali) বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ সচেতনতা বিভাগের একটি বড় অংশ গঠন করে এবং একটি ভূমিকা পালন করে। আইবিপিএস পিও / ক্লার্ক মেইনস, এসবিআই পিও মেইনস এবং এসবিআই গ্রেড এ প্রিলিমস এর মতো আসন্ন পরীক্ষার সাধারণ সচেতনতা বিভাগের জন্য আপনার প্রস্তুতির পরিপূরক হিসাবে, আমরা আপনাকে ভূগোলের সাধারণ জ্ঞান (Geography in Bengali) সরবরাহ করছিI

আজ আপনাদের সাথে শেয়ার করছি , ভূগোলের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (Geography in Bengali) | যেটি আপনাদেরকে বিভিন্ন চাকরির পরীক্ষায় সাহায্য করবে |

 

কিছু প্রশ্ন ও উত্তর :

 

প্রশ্ন: নিত্যবহ নদী কাকে বলে ?
উত্তর:-যে নদীতে সারাবছর জল প্রবাহিত হয় তাকে নিত্যবহ নদী বলে |

প্রশ্ন: ভারতের একটি নিত্যবহ নদীর উদাহরণ দাও ?
উত্তর:-গঙ্গা নদী |

প্রশ্ন: নদী দ্বারা প্রবাহিত পদার্থকে কী বলে ?
উত্তর:-নদীর ভার বা বোঝা |

প্রশ্ন: শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে কী বলা হয় ?
উত্তর:-ক্যানিয়ন |

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী ?
উত্তর:-সুন্দরবন |

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের নদীতে খাঁড়ি দেখা যায় ?
উত্তর:-সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ |

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি ?
উত্তর:-অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট

প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ কোনটি ?
উত্তর:-আলাস্কার হুবার্ড |

প্রশ্ন: ভার্ব কাকে বলা হয় ?
উত্তর:-কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ব বলে |

প্রশ্ন: বোল্ডার ক্লে বা টিল কাকে বলে ?
উত্তর:-হিমবাহের সঙ্গে প্রবাহিত পাথরখন্ড ও বালিসহ মিশ্র উপাদানকে একসঙ্গে বোল্ডার ক্লে বা টিল
বলে |

প্রশ্ন: করি হ্রদকে ফ্রান্সে কী বলে ?
উত্তর:-সার্ক |

প্রশ্ন: নুনাটকস কাকে বলে ?
উত্তর:-উচ্চ অক্ষাংশে অবস্থিত বরফমুক্ত পর্বতের শিখরদেশগুলিকে নুনাটকস বলে |

প্রশ্ন: পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কী ?
উত্তর:-সোজনে ফিয়র্ড |

প্রশ্ন: হিমরেখা কাকে বলে ?
উত্তর:-যে কাল্পনিক সীমারেখার ওপর সারাবছর বরফ জমে থাকে তাকে হিমরেখা বলে |

What do you think?

114 points
Upvote Downvote

ভূগোলের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর| Geography in Bengali set-2

ভূগোলের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (অজানা ভারত) | Geography in Bengali set-4