in ,

ভূগোলের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর| Geography in Bengali set-2

ভূগোলের সাধারণ জ্ঞান ( Geography in Bengali) বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ সচেতনতা বিভাগের একটি বড় অংশ গঠন করে এবং একটি ভূমিকা পালন করে। আইবিপিএস পিও / ক্লার্ক মেইনস, এসবিআই পিও মেইনস এবং এসবিআই গ্রেড এ প্রিলিমস এর মতো আসন্ন পরীক্ষার সাধারণ সচেতনতা বিভাগের জন্য আপনার প্রস্তুতির পরিপূরক হিসাবে, আমরা আপনাকে ভূগোলের সাধারণ জ্ঞান (Geography in Bengali) সরবরাহ করছিI

আজ আপনাদের সাথে শেয়ার করছি , ভূ-কম্পন বিষয়ক প্রশ্ন ও উত্তর | যেটি আপনাদেরকে বিভিন্ন চাকরির পরীক্ষায় সাহায্য করবে |

 

কিছু প্রশ্ন ও উত্তর :

প্রশ্ন:ভূমিকম্প কী ?
উত্তর:-কোন প্রাকৃতিক কারণে হঠাৎ ক্ষনিকের জন্য ভূ-পৃষ্ঠে কম্পনের সৃষ্টি হওয়া |

প্রশ্ন: কোন গ্রীক শব্দ থেকে ভূমিকম্প কথাটি এসেছে ?
উত্তর:-সিসমোস (seismos)

প্রশ্ন: ভূ-কম্পকেন্দ্র কাকে বলে ?
উত্তর:-পৃথিবীর অভ্যন্তরভাগে ভূ-কম্পনের উত্পত্তিস্থলকে|

প্রশ্ন: ভূ-কম্পনের উপকেন্দ্র কাকে বলে ?
উত্তর:-ভূ-কম্পনের ঠিক ওপরের স্থানটিকে |

প্রশ্ন: কোন যন্ত্রের সাহায্যে ভূ-কম্পন ধরা সম্ভব হয় ?
উত্তর;-ভূ-কম্পনলিখ যন্ত্র |

প্রশ্ন: ভূ-পৃষ্ঠ থেকে ভূ-অভ্যন্তরের কত গভীরে ভূ-কম্পকেন্দ্র সৃষ্টি হয় ?
উত্তর:-প্রায় ১৫ কিমি গভীরে |

প্রশ্ন: সিসমোগ্রাফ তিনটি দোলন-প্রকৃতি কেমন থাকে ?
উত্তর:-দুইটিতে অনুভূমিক দোলন এবং একটিতে উল্লম্ব দোলন |

প্রশ্ন: অনুভূমিক দোলন মুখ বসানোর নিয়ম কী ?
উত্তর:-একটির মুখ পূর্ব-পশ্চিমে এবং অন্যটির মুখ উত্তর –দক্ষিণে |

প্রশ্ন: পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে প্রকৃতির ওপর তার কোন প্রভাব পরে ?
উত্তর:-ধস নামে |

প্রশ্ন: ধস নামার ফলে কী সৃষ্টি হয় ?
উত্তর:- ভুমিকম্পের সৃষ্টি হয় |

প্রশ্ন: ১৯১১ খ্রিস্টাব্দে পামির মালভূমিতে প্রবল বৃষ্টিপাতের জন্য যে ঢাল নামে ছিল তার ফলে কোথায় প্রবল ভূমিকম্প হয়েছিল?
উত্তর:-তুর্কিস্তান |

প্রশ্ন: কবে জাপানের সাগামি উপসাগরের বিস্তীর্ণ এলাকা বসে গিয়ে সমুদ্রের সঙ্গে মিসে যায় ?
উত্তর:-১৯২৩ খ্রীঃ |

প্রশ্ন: সাগমি উপকুলের অংশ বিশেষ উক্ত ভূমিকস্পের ফলে কত মিটার গভীরে চেলে গিয়েছিল ?
উত্তর:-৩৭৫-৪৫০ মিটার |

What do you think?

102 points
Upvote Downvote

ভূগোলের সাধারণ জ্ঞান | Geography in Bengali set-1

ভূগোলের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Geography in Bengali set-3